IQNA

ওস্তাদ মোতাহারীর ‘মানুষ ও নিয়তি’ বইটি জার্মানি ভাষায় অনুবাদ

13:17 - December 03, 2012
সংবাদ: 2457833
সাহিত্য বিভাগ: ওস্তাদ শহীদ আয়াতুল্লাহ মোর্তাযা মোতাহারীর লিখিত ‘মানুষ ও নিয়তি’ বইটি জার্মানি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং বার্লিন শহরে প্রকাশিত হয়েছে।

ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘মানুষ ও নিয়তি’ বইয়ের ভূমিকায় মানুষের জীবন সুষ্ঠুভাবে পরিচালনা এবং নিয়তি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর উল্লেখ করা হয়েছে। এই বিষয়গুলো প্রতিটি মানুষেরই পছন্দনীয়।

শহীদ মোর্তাযা মোতাহারীর লিখিত ‘মানুষ ও নিয়তি’ বইটি ‘Anne mary marashi’ জার্মানি ভাষায় অনুবাদ করেছে। এবং হ্যামবুর্গ ইসলামী সেন্টারের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। ১৪০ পাতা বিশিষ্ট এই বইটির আট ইউরো মূল্য নির্ধারণ করা হয়েছে।
1146910
captcha