ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থা এবং লেবাননে ইরানী কালচার সেন্টারের সংবাদ বুলেটিনের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই বইটি ৪০৬ হিজরিতে আব্দুল ওহিদ অমাদী তামিমের লিখিত ‘গুরুরুল হোকম ও দারুরুল কালাম’ বইটির পুনর্লিখন করা হয়েছে।
‘গুরুরুল হোকম ও দারুরুল কালাম’ বইটি লেবাননের অধিবাসী মোহসেন আঁকিল পুনর্লিখন আগ্রহের ব্যাপারে জানিয়েছেন, আব্দুল ওহিদ অমাদী তামিমের লিখিত ‘গুরুরুল হোকম ও দারুরুল কালাম’ বইটির সর্বদা আমার নিকটেই থাকত এবং এই বইটিতে আমি বেশ কয়েকবার পড়েছি। এতে এই বই সম্পর্কে বুঝতে পেরেছি সাহিত্য, নীতিশাস্ত্র এবং অন্যান্য প্রসঙ্গ খুব সুন্দর ভাবে উল্লেখ করা হয়েছে। একারণে এই বইটি অনুবাদের জন্য আমি আগ্রহ পোষণ করি।
1148064