কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘মোহেব্বনে উম্মুল আয়েম্মে’ আঞ্জুমানের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুরাদ রেজা এই প্রতিযোগিতা সম্পর্কে বলেছেন, ধর্মীয় প্রবন্ধ লেখার প্রতিযোগিতা অনুষ্ঠান ৪র্থ ডিসেম্বরে শুরু হয়েছে এবং ৩০ ডিসেম্বর পর্যন্ত একাধারে অব্যাহত থাকবে। এই প্রতিযোগিতা বিশেষকরে ছাত্র-ছাত্রী, ওলামা এবং ধর্মীয় চিন্তাবিদের জন্য অনুষ্ঠিত হচ্ছে। আগ্রহী ব্যক্তি মন্ডলী ৩০ ডিসেম্বরের মধ্যে নিজেদের ধর্মীয় বিষয়ে প্রবন্ধগুলো ‘মোহেব্বনে উম্মুল আয়েম্মে’ আঞ্জুমানের অফিসে প্রদান করতে পারবে।
উল্লেখ্য যে, প্রবন্ধগুলো A4 পেপারে সর্বনিম্ন ১৫ পাতা হতে হবে। এই প্রবন্ধগুলো পরবর্তিতে বিচারক মন্ডলী কর্তৃক পর্যাবেক্ষন করা হবে এবং শীর্ষ স্থানে উত্তীর্ণদের মূল্যবান পুরস্কারে ভূষিত করা হবে।
আগ্রহী ব্যক্তি মন্ডলী অধিক তথ্যের জন্য (00919430604573) FREE (00919430604573) অথবা m_ummulaimma@yahoo.com ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।
1148010