কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই শীর্ষ সেমিনার স্থানীয় সময় দুপুর ৩ ঘটিকায় শুরু হয় এবং এদেশের বিশিষ্ট ধর্মীয় পণ্ডিত, ধর্মীয় বিশেষজ্ঞ এবং পাঞ্জাবের শিয়া ও সুন্নি অধিবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে ইমাম হোসাইন (আ.)এর কারবালার বিপ্লবের উদ্দেশ্য এবং জীবনীর আলোকে বিশেষ বক্তৃতা পেশ করেন এদেশে বিশিষ্ট বক্তামণ্ডলী আল্লামা গুফরান মাহমুদ,আল্লামা রেজা ছাকেব, আল্লামা তানভীর হোসাইন এবং আল্লামা সাইয়্যেদ হামিদ হোসাইন।
1148393