IQNA

মস্কোয় দ্বিতীয় আন্তর্জাতিক প্রদর্শনী ‘প্রাচ্য বাজার’ অনুষ্ঠিত

1:46 - December 07, 2012
সংবাদ: 2459208
সামাজিক বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক সহদূতের অংশগ্রহণে মস্কোয় দ্বিতীয় আন্তর্জাতিক প্রদর্শনী ‘প্রাচ্য বাজার’ অনুষ্ঠিত হয়েছে। এই আন্তর্জাতিক প্রদর্শনী রাশিয়ান কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং মস্কোর মেয়রের প্রচেষ্টায় পয়লা ডিসেম্বরে উদ্বোধনী হয়েছে।


ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আন্তর্জাতিক প্রদর্শনী ‘প্রাচ্য বাজার’ পয়লা ডিসেম্বর শুরু হয়েছে এবং রাশিয়ান জনগণ ব্যাপক অভ্যর্থনা জানিয়েছে।

আন্তর্জাতিক প্রদর্শনীতে ইরান, উজবেকিস্থান, তাজিকিস্তান, আফগানিস্তান, ভারত, তুর্কমেনিস্তান, কাজাকস্থান, দাগস্থান, অদিঘা এবং চেরাকেশ অংশগ্রহণ করেছে।

উক্ত প্রদর্শনীতে ইরানী স্টলে কলাই ও খচিত কর্ম, এমবসিং, কার্পেট, কাচ, মৃৎশিল্প, খোশনবিশ সহ অন্যান্য সংস্কৃতি পণ্যের মাধ্যমে সাজানো হয়েছে এবং দর্শকগণ এই স্টলকে ব্যাপক স্বগত জানিয়ে।
1148482
captcha