IQNA

মালয়েশিয়ায় অষ্টতম আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন ‘ইসলামী অর্থনীতি’ অনুষ্ঠিত

3:10 - December 07, 2012
সংবাদ: 2459225
আন্তর্জাতিক বিভাগ: মালয়েশিয়ার ‘জুহার বাহরু’ শহরে ৪র্থ ডিসেম্বরে অষ্টতম আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন ‘ইসলামী অর্থনীতি’ অনুষ্ঠিত হয়েছে।
‘SESRIC’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তিনদিন ব্যাপী এই শীর্ষ সম্মেলনে আরবদেশগুলোর বিপ্লবের পর বিশ্ব বাজারের অবস্থা, ইউরোপিয়ান সংকট এবং বর্তমানে বিশ্ব বাজের বিভিন্ন সুযোগ গ্রহণ করা সহ অন্যান্য ব্যাপারে আলোচনা করা হয়েছে।

এই শীর্ষ সম্মেলন মালয়েশিয়ান অর্থনীতি ইন্সটিটিউটের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অধ্যাপক মণ্ডলী এবং ইসলামী অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শীর্ষ সম্মেলনের উপান্তে বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠান এবং তাদের সেবার আলোকে বিশেষ প্রদর্শনী প্রদান হয়েছে।
উল্লেখ্য যে, ৬ই ডিসেম্বরে অষ্টতম আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন ‘ইসলামী অর্থনীতি’র সমাপনই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
1147819
captcha