ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই প্রদর্শনী খতাম (সা.) শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠানের প্রধান জানিয়েছেন, আফগান শিশু ও যুবকদের মধ্যে আশুরার শিক্ষা প্রদানের উদ্দেশ্য ১০ দিন ব্যাপী এই চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেছেন, এই প্রদর্শনীতে প্রদর্শিত প্রতিটি ছবি নীচে ঐ ছবির বিবরণ লেখা হয়েছে আর এতেকরে এই প্রদর্শনীর মাধ্যমে এদেশের শিশু ও যুবকেরা জানতে পেরেছে, ইমাম হোসাইন (আ.)এর মদিনা থেকে মক্কা এবং মক্কা থেকে কারবালার ঘটনাবলী এবং আশুরার বিপ্লবের মূল কারণ।
1149595