IQNA

পাকিস্তানে ‘কারবালার বার্তা’ নামক সম্মেলন অনুষ্ঠিত

21:53 - December 11, 2012
সংবাদ: 2462249
সামাজিক বিভাগ: পাকিস্তানের বালুচেস্তান রাজ্যের কুয়েটা শহরে ৮ম এবং ৯ম ডিসেম্বরে পাকিস্তান মুসলিম ঐক্য পরিষদের পক্ষ থেকে ‘কারবালার বার্তা’ নামক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কারবালার বার্তা নামক সম্মেলনে এদেশের বিশিষ্ট ওলামাবৃন্দ, পাঞ্জাব রাজ্যের সচিব আল্লামা মোহাম্মাদ আমিন শহীদি, আল্লামা হোসানাইন গোরদিজি, আল্লামা হোসেন সলাহউদ্দীন ও রাজনৈতিক ব্যক্তিত্ব মণ্ডলী উপস্থিত ছিল।

উক্ত সম্মেলনে ধর্মীয় ওলামাগণ ইমাম হোসাইন (আ.)এর কারবালার বিপ্লবের উদ্দেশ্য, শাহাদতের স্থান এবং কারবালার মুসিবতের আলোকে বিশেষ বক্তৃতা পেশ করেছেন।

এছাড়াও সম্মেলনের শেষপ্রান্তে আলী দ্বিপ রাজাভি কারবালার মুসিবত এবং শহীদদের স্মরণে বিশেষ ইসলামী সঙ্গীত পরিবেশন করেন।
1149418
captcha