IQNA

ব্রিটেনের মুসলমানদের পক্ষ থেকে বৃক্ষ রোপণ দিবস উদযাপন

0:44 - December 13, 2012
সংবাদ: 2462950
আন্তর্জাতিক বিভাগ: ব্রিটেনের মুসলমানেরা আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ এবং পরিবেশ রক্ষার্থে এদেশে চার হাজার গাছ লাগিয়েছে।

‘ajib’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ব্রিটিশ মুসলিম যুব সংগঠন এবং ‘Woodland Trust’ সংস্থার পক্ষ থেকে এদেশের বিভিন্ন শহরে গাছ লাগানো হয়েছে।

এদেশের বিভিন্ন শহরে চলতি বছরে চার হাজার গাছ লাগানো হয়েছে এবং আগামী দুই বছর ছয় মাসের মধ্যে ৮৮০০ চারা রোপণ করা হবে।

উদ্যোক্তারা এই উত্তম কর্মের মাধ্যমে এদেশের জনগণের মধ্যে পরিবেশ রক্ষার্থে ইসলামের ভূমিকা তুলে ধরার চেষ্টা করেছে। এই কর্মের মাধ্যমে তাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে পৃথিবী আল্লাহ পাকের একটি আমানত। আর এটা রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব।
1151759

captcha