IQNA

বাংলাদেশে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে ৪২তম বিজয় দিবস

22:50 - December 16, 2012
সংবাদ: 2464923
আন্তর্জাতিক বিভাগ: আজ বাংলাদেশের মহান বিজয় দিবস। দেশটির ইতিহাসের এক অনন্য ও গৌরবজ্জ্বল দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে পাকিস্তানের সামরিক বাহিনী ঢাকায় ভারতীয় মিত্রবাহিনী ও বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এ দিনে বিশ্বের মানচিত্রে জন্ম হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আকাঙ্ক্ষিত সেই বিজয়। একই বছর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। বিজয় অর্জনে সময় লাগে নয় মাস।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সারা দেশে আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হচ্ছে। স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বাহিনীর একটি দল শহীদদের প্রতি জানায় সশস্ত্র সালাম। বিউগলে বেজে ওঠে করুণ সুর। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিক, মুক্তিযোদ্ধা, বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর পর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। এরপর আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে নেতা-কর্মীদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। বিদেশি কূটনীতিকেরাও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল সাড়ে সাতটার দিকে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। তাঁর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, খন্দকার মোশাররফ হোসেন প্রমুখ।

এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণে নামে জনস্রোত। ফুলে ফুলে ভরে ওঠেছে স্মৃতিসৌধের বেদিমূল। দেশের অন্যান্য শহর ও গ্রামের শহীদ মিনারগুলোও ফুলে ফুলে ভরে ওঠেছে। সর্বত্রই বাজছে বিজয়ের গান। চলছে আনন্দ-উল্লাস।#তেহরান রেডিও
captcha