‘PSNeEdmonton’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন পরিষদ জানিয়েছে, এই পরিষদের ৯৭ শতাংশ শিক্ষার্থীরা ইসরায়িলি পণ্য বয়কট করেছে। ইসরায়িলিরা ফিলিস্তিনদের অধিকার লঙ্ঘনের কারণে টরেন্টো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সহযোগিতায় ছাত্র-ছাত্রীরা এই উদ্যোগ গ্রহণ করেছে।
উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসরায়িলি পণ্য ক্রয় করবেনা এবং যদি কোন ব্যবসায়ী ইসরায়িলির সাথে ব্যবসা করে তাহলে সেই প্রতিষ্ঠানেরও পণ্য ক্রয় থেকে বিরত থাকবে।
টরেন্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই উদ্যোগকে এদেশের ইয়র্ক বিশ্ববিদ্যালয়, রেজিনা বিশ্ববিদ্যালয়, কার্লেটুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বগত জানিয়েছে এবং ইসরায়িলি পণ্য বয়কট চিত্রাঙ্কিত টি-শার্ট পরে ইসরায়িলির বিরোধিতা করেছে।
উল্লেখ্য যে, ২০০৫ সালে সর্বপ্রথম ফিলিস্তিনির ৭১টি বেসরকারি এনজিও, ইসরায়িলির অবৈধ নির্মাণ কর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে।
1154535