ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নতুন ইংরাজি বছর ২০১৩ সালের আগমনে জার্মানি ভাষায় এই ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। উক্ত ক্যালেন্ডারের মধ্যে সরকারি ছুটি এবং তার বিবরণ, মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠানের দিন সহ অন্যান্য বিষয় উল্লেখ করা হয়েছে। ক্যালেন্ডারে আরবি মাস উল্লেখ করা হয়েছে এবং ইসলামিক বিভিন্ন অনুষ্ঠান এবং রোজার মাসের তাৎপর্য ও ‘সাবে কাঁদর’ সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।
উক্ত ক্যালেন্ডারে বিভিন্ন তথ্য "এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম" থেকে নেওয়া হয়েছে।
‘m-haditec’ প্রকাশনালয় পক্ষ থেকে ২০১৩ সালের ইসলামী ক্যালেন্ডারে মূল্য ৮ ইউরো নির্ধারণ করা হয়েছে।
1155266