IQNA

ইরান-আতঙ্ক ছড়িয়ে মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি করছে পাশ্চাত্য

23:17 - December 18, 2012
সংবাদ: 2466406
আন্তর্জাতিক বিভাগ: মধ্যপ্রাচ্যে ইরান-ভীতি ছড়িয়ে দিচ্ছে পাশ্চাত্য। এরপর তারা কথিত হুমকি মোকাবেলার কথা বলে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর কাছে বিভিন্ন ধরনের অস্ত্র বিক্রির চুক্তি করছে। এভাবে তারা বছরে কোটি কোটি ডলার হাতিয়ে নিচ্ছে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মার্কিন দৈনিক ওয়াশিংটন টাইমস অস্ত্র চুক্তির কথা উল্লেখ করে লিখেছে, আমেরিকা পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করে সেগুলোকে আক্রমণের জন্য প্রস্তুত করছে। ওয়াশিংটন টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, এ অঞ্চলে একমাত্র ইরানের সঙ্গেই সৌদি আরব ও আরব আমিরাতের যুদ্ধের সম্ভাবনা রয়েছে। কারণ আমেরিকা ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালালে সম্ভাব্য যুদ্ধে স্বাভাবিকভাবে এ দেশগুলোও জড়িয়ে পড়বে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে ইরান আক্রান্ত হলে দেশটি আগ্রাসীদের দাঁতভাঙ্গা জবাব দেবে এবং ইরানের পাল্টা পদক্ষেপে নিঃসন্দেহে আরব দেশগুলোর মধ্যে মতবিরোধ তৈরি হবে। এ কারণে আমেরিকাসহ পাশ্চাত্য বিশ্ব প্রথমে এ অঞ্চলে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে এ অঞ্চলে নিরাপত্তাহীন পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এরপর সম্ভাব্য হুমকি মোকাবেলার প্রস্তুতি হিসেবে আমেরিকা এসব দেশের কাছে অস্ত্র বিক্রি করছে।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী আরব দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির চুক্তি করছে আমেরিকাসহ পাশ্চাত্য বিশ্ব। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট কিছুদিন আগে দেশটির পদস্থ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে লিখেছে, ইরানের কথিত হুমকি বা হামলার হাত থেকে আরব দেশগুলোকে রক্ষার জন্য এসব দেশে অত্যাধুনিক টাইফুন যুদ্ধবিমান বিক্রির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে আমেরিকা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সেনা সমাবেশ ও অন্যান্য অস্ত্রশস্ত্র মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এভাবে আমেরিকা মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধজাহাজ, ক্রুজ ক্ষেপণাস্ত্র, মাইন অপসারণকারী জাহাজ, উন্নত রাডার ব্যবস্থা এবং অতিরিক্ত হাজার হাজার সেনা মোতায়েনের ক্ষেত্র তৈরির চেষ্টা করছে।
আরব দেশগুলোর কাছে পাশ্চাত্যের হাল্কা ও ভারি অস্ত্র বিক্রির প্রতিযোগিতা শুরু হয়েছে। যে চারটি দেশ অর্থাত আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি করছে তারাই ইরানকে এ অঞ্চলের জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে। গত দুই দশক ধরে পাশ্চাত্য মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি করে আসলেও ১১ই সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার ঘটনার পর এর পরিমাণ বেড়েছে। বিশেষ করে আরব আমিরাত ও সৌদি আরব সবচেয়ে বেশি অস্ত্র কিনছে।
চীন, ভারত, দক্ষিণ কোরিয়ার পর আরব আমিরাত বিশ্বের চতুর্থ বৃহত্তম অস্ত্র ক্রেতা। তবে জনসংখ্যার হিসাবে আরব আমিরাত বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা দেশ। এ দেশটি মোট অস্ত্রের ৬০ শতাংশ কেনে আমেরিকার কাছ থেকে। ব্রিটেনসহ ইউরোপের দেশগুলোতে অর্থনৈতিক মন্দা দেখা দেয়ায় এ মন্দা কাটিয়ে ওঠার জন্য তারা মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রির প্রতিযোগিতায় নেমেছে। #রেডিও তেহরান
captcha