আফ্রিকান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের মুসলমানের এদেশের জাতীয় উৎসবে মূর্তি পূজা বর্জনের আহ্বান জানিয়েছে। এদেশের মুসলমানেরা বলেছে, যদি সরকার একাজ করতে না পারে তাহলে এদেশের মুসলমানেরা জাতীয় উৎসবে অংশগ্রহণ করবে না।
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে আইন অনুযায়ী, বিভিন্ন ধর্মের অনুসারীগণ দেশের জাতীয় উৎসবে অংশগ্রহণ করতে বাধ্য। কিন্তু জাতীয় উৎসবে কিছু অনুষ্ঠানে মূর্তি পূজা করা হয়। একারণে মুসলমানেরা অসন্তুষ্ট কিন্তু এদেশের সরকার মুসলমানদের কোন কথায় সারা দেয়নি এবং মুসলমানদের জাতীয় উৎসবে অংশগ্রহণ করার প্রতি গুরুত্বারোপ করেছে।
1156357