IQNA

প্যারিসে সম্মেলনের মাধ্যমে ‘আধুনিক বিশ্বে দেওলিয়া’ নামক বই পর্যালোচনা

3:33 - December 20, 2012
সংবাদ: 2467111
আন্তর্জাতিক বিভাগ: প্যারিসে অবস্থিত ইরানী কালচার সেন্টারে ‘আধুনিক বিশ্বে দেওলিয়া’ নামক বইটি বৈঠকের মাধ্যমে পর্যালোচনা করা হয়েছে।

ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফরাসি ভাষায় লিখিত ‘আধুনিক বিশ্বে দেওলিয়া’ নামক বইটি প্যারিসে অবস্থিত ইরানী কালচার সেন্টারে ১৮ই ডিসেম্বর স্থানীয় সময় বিকাল পাঁচ ঘটিকায় বৈঠকের মাধ্যমে পর্যালোচনা করা হয়েছে।

উক্ত বৈঠকে ‘আধুনিক বিশ্বে দেওলিয়া’ বইয়ের লেখক ‘সেলিম লায়িবি’র উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
1156066
captcha