IQNA

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে কয়েকটি প্রদেশে ইসলামী আদালত চালু

18:57 - December 21, 2012
সংবাদ: 2467518
সামাজিক বিভাগ: মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় থাইল্যান্ড সরকার কর্তৃক এদেশের দক্ষিণাঞ্চলে কয়েকটি প্রদেশে ইসলামী আদালত চালু করা হবে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: থাইল্যান্ডে ইসলামী অর্গানাইজেশনে প্রতিনিধির সফর শেষে এদেশের প্রধানমন্ত্রী জানিয়েছে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ইসলামী আদালত স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে।

থাইল্যান্ডের প্রধান মন্ত্রী ‘ইংলাক সিনাওয়াত্রা’ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি গুরুত্বারোপ করে বলেছে, মুসলমানদের ব্যাপারে আমাদের সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে হবে। তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মিশর সফরে থাইল্যান্ডের রাষ্ট্রদূত ‘টাসানাওয়াদি মিয়ানচারওয়েন’ বলেছে, থাই সরকার আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বিভিন্ন প্রদেশে ইসলামী আদালত তৈরি করতে প্রস্তুত।
1157481

captcha