IQNA

করাচীতে ‘ইসলাম রক্ষার্থে আহলে বায়েতের (আ.) ভূমিকা’ নামক সম্মেলন অনুষ্ঠিত

18:24 - December 23, 2012
সংবাদ: 2468866
সামাজিক বিভাগ: পাকিস্তানের সিন্ধু প্রদেশে করাচী শহরে ‘তাজকারাতুল মাছুমিন’ ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘ইসলাম রক্ষার্থে আহলে বায়েতের (আ.) ভূমিকা’ নামক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সম্মেলন শুক্রবার তথা ২১শে ডিসেম্বর ঈশা’র নামাজের পর করাচীর হায়দারি জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

‘ইসলাম রক্ষার্থে আহলে বায়েতের (আ.) ভূমিকা’ নামক সম্মেলনে এদেশের খ্যাতনামা ইসলামিক চিন্তাবিদ আল্লামা নাসির আহমেদ তার নিজ বক্তৃতায় জানিয়েছেন, আহলে বায়েত (আ.)এর জীবনদর্শন আমাদের আদর্শ কারণ নবী করিম (সা.)এর পবিত্র পরিবারবর্গ ইসলাম রক্ষার্থে নিজেদের জীবন উৎসর্গ করেছে।
1158511
captcha