ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: চীনে অনুষ্ঠিত উক্ত বই মেলাই ৩৫০০ অধিক প্রকাশনালয়ের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান, সরকারী ও বেসরকারি প্রকাশনালয়, বইয়ের দোকান এবং দেশী ও বিদেশী প্রকাশনালয় অংশগ্রহণ করবে।
৫০ হাজার বর্গ মিটারের উপর নির্মিত চীনের আন্তর্জাতিক প্রদর্শনী সেন্টারে ২৫তম আন্তর্জাতিক বই মেলা অনুষ্ঠিত হবে।
উক্ত বই মেলার পরিচালক মণ্ডলী জানিয়েছে, ইতিমধ্যে ২৩৫০ স্টল নির্মাণ করা হয়েছে এবং নির্মাণ কর্ম এখনও অব্যাহত রয়েছে।
প্রতি বছরে বেইজিং বই মেলা, প্রকাশনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চীনের সরকারি এবং বেসরকারি প্রকাশনালয়ের সহায়তায় অনুষ্ঠিত হয়।
1158371