IQNA

অস্ট্রিয়ায় ‘বংশ পরিক্রমায় পারিবারিক প্রশিক্ষণের ভূমিকা’র আলোকে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত

10:57 - January 02, 2013
সংবাদ: 2474344
আন্তর্জাতিক বিভাগ: অস্ট্রিয়ায় অবস্থিত ইরানী কালচার কাউন্সিলারের পক্ষ থেকে ‘বংশ পরিক্রমায় পারিবারিক প্রশিক্ষণের ভূমিকা’র আলোকে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই শীর্ষ বৈঠক ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থা এবং অস্ট্রিয়ায় অবস্থিত ইরানী কালচার কাউন্সিলারের পক্ষ থেকে ভিয়েনা ও সালজবুর্গ শহরে অনুষ্ঠিত হয়েছে।

‘বংশ পরিক্রমায় পারিবারিক প্রশিক্ষণের ভূমিকা’ নামক সম্মেলন ৩১শে ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছে এবং এই সম্মেলনে মনো বৈজ্ঞানিক সীমা ফেরদাউস এবং শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মণ্ডলী মূল্যবান বক্তৃতা পেশ করেছেন।
1164345
captcha