IQNA

ভারতে ‘গাদির থেকে কারবালা’ সম্মেলন অনুষ্ঠিত

19:30 - January 07, 2013
সংবাদ: 2476851
চিন্তা বিভাগ: ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লাখনা শহরে ‘কারবালার প্রভাব’ আঞ্জুমানের পক্ষ থেকে শিয়া বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সফর মাসের শেষ দশ দিন উপলক্ষে গাদির থেকে কারবালার আলোকে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই সম্মেলন ৪র্থ জানুয়ারি স্থানীয় সময় রাত ৮ ঘটিকায় শুরু হয়েছে এবং ৮ম জানুয়ারি পর্যন্ত একাধারে অব্যাহত থাকবে।

গাদির থেকে কারবালার আলোকে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান এদেশের বিখ্যাত ক্বারি কর্তৃক পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং পরবর্তীতে এদেশের প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও খতিব মীর্জা মোহাম্মাদ আতাহার কোরআনের আয়াত এবং হাদিসের দলিলের মাধ্যমে গাদির থেকে কারবালার বিভিন্ন ঘটনার আলোকে উপস্থিত শ্রোতাদের উদ্দেশে মূল্যবান বক্তৃতা পেশ করেন।

উক্ত সম্মেলনে এদেশের বিখ্যাত ওলামা, ইসলামিক চিন্তাবিদ এবং মুসলিম জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে।
1167340
captcha