ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ব্রিটেনের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এসফোরদসায়ের মুসলিম জনতাদের নামাজ এবং বিভিন্ন ইসলামিক প্রোগ্রামের জন্য কোন নির্দিষ্ট জায়গা নাই। একারণে এ শহরের মুসলিম জনতাদের উদ্যোগে এই মসজিদ নির্মাণ করা হবে।
এ পরিকল্পনার কর্মকর্তা হাসান তাহিরায়ুল জানিয়েছেন, মুসলমানেরা প্রায় ৩০ বছর ধরে এ শহরে জীবন যাপন করছে এবং প্রতি বছরই এ শহরের মুসলিম জনতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ শহরের মুসলমানদের জামায়াত সহকারে নামাজ পড়ার জন্য কোন নির্দিষ্ট জায়গা অথবা মসজিদ নাই। একারণে এ শহরে মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি রাস্তার পশ্চিম পাশে অবস্থিত অব্যবহৃত ভবন গুলো ব্যাপারে গুরুত্বারোপ করে বলেছেন, এ জায়গায় আমরা মসজিদ নির্মাণ করতে পারি এবং এ শহরে বসবাস-কৃত সকল মুসলমানেরা এখানে এসে এক সঙ্গে নামাজ পরতে পারবে।
1166688