IQNA

লাহোরে হযরত মোহাম্মাদ (সা.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠান

0:51 - January 08, 2013
সংবাদ: 2476916
সামাজিক বিভাগ: হযরত মোহাম্মাদ (সা.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ২৪শে জানুয়ারিতে লাহোরে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত উৎসব অনুষ্ঠান এদেশের ‘এহরালুল ইসলাম’ আঞ্জুমানের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে। এ উৎসব অনুষ্ঠানে এদেশের বিশিষ্ট ওলামাবৃন্দ, ইসলামী চিন্তাবিদ এবং স্থায়ী অধিবাসীরা উপস্থিত থাকবে।

লাহোরের বিশিষ্ট ক্বারি কর্তৃক পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু করা হবে এবং পরবর্তীতে এদেশের বিশিষ্ট ওলামাবৃন্দ এবং ইসলামী চিন্তাবিদ মহোদয় হযরত মোহাম্মাদ (সা.)এর বরকতময় জীবনীর আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করবেন।
1167571
captcha