IQNA

তিউনিসিয়ায় প্রথম ইসলামী পন্থায় পরিচালিত দোকানের উদ্বোধন

0:52 - January 08, 2013
সংবাদ: 2476917
আন্তর্জাতিক বিভাগ: তিউনিসিয়ান মুসলিম অধিবাসীদের জন্য ১০০% হালাল পণ্যের সমন্বয়ে ইসলামী পন্থায় পরিচালিত দোকানের উদ্বোধন হয়েছে।

‘oumma’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তিউনিসিয়ান মুসলমানদের জন্য হালাল পণ্যের সমন্বয়ে ইসলামী পন্থায় পরিচালিত সুবিশাল দোকানের উদ্বোধন হয়েছে।
ইসলামী পন্থায় পরিচালিত সুবিশাল এ দোকান উদ্বোধনের কারণে এদেশের মুসলমানেরা হালাল খাদ্য দ্রব্য, ইসলামী পোশাক, প্রসাধনী এবং ইসলামী বই খুব সহজেই সংগ্রহ করতে পারবে।

এ দোকান উদ্বোধনের কারণে এদেশের মুসলমানেরা ব্যাপক অভ্যর্থনা জানিয়েছে এবং এ দোকানের কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছে যে, খরিদ্দাররা ইন্টারনেটের মাধ্যমে যেন কেনাকাটা করতে পারে।
1167818
captcha