IQNA

ফ্রান্সের মসজিদ ইসলামী ইতিহাসের চিহ্ন

0:02 - January 09, 2013
সংবাদ: 2477600
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের ‘মায়োত’ দ্বীপের প্রাক্তন মসজিদটি এদেশের জাতীয় ঐতিহ্যের তালিকায় নথিভুক্ত হয়েছে।

‘islametinfo’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রান্সের পশ্চিমাঞ্চলে অবস্থিত ‘মায়োত’ দ্বীপের ‘Tsingoni’ মসজিদটি এ দেশের ঐতিহাসিক স্মৃতিসৌধ হিসেবে জাতীয় ঐতিহ্যের তালিকায় নথিভুক্ত হয়েছে।

ফ্রান্সের সাবেক সাংস্কৃতিক মন্ত্রী ‘ফ্রেডেরিক মিডরান’ দুই বছর পূর্বে এই মসজিদটি পরিদর্শনের জন্য মায়োত দ্বীপে ভ্রমণ করেন এবং সেই সময় এই পরিকল্পনার প্রস্তাব দেন। এই মসজিদটি এ দেশের প্রথম মসজিদ যা পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। ১৬ শতাব্দীতে ইরানী শাসকের নির্দেশে এই মসজিদ নির্মাণ করা হয়।

এই মসজিদটির নির্মাণ কাজ ১৫৩৮ সালে শেষ হয়। ‘Tsingoni’ মসজিদটি আধ্যাত্মিক প্রতীক স্বরূপ ইতিহাসের পাতায় জীবিত থাকবে।

উল্লেখ্য, মায়োত দ্বীপ বিয়ন্ড সমুদ্রপথের একটি দ্বীপ এবং বর্তমানে এ দ্বীপ ফ্রান্সের অন্তর্ভুক্ত।
1168373
captcha