IQNA

হোয়াইট হাউজ ভারত ও পাকিস্তানকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে

23:11 - January 10, 2013
সংবাদ: 2478558
আন্তর্জাতিক বিভাগ: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড ভারত ও পাকিস্তানকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কাশ্মীর সীমান্তে চলমান সহিংসতার অবসান ঘটানোর জন্য দু’দেশই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আমেরিকা আশা করছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ভিক্টোরিয়া নুল্যান্ড আরো বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ভারত ও পাকিস্তানের প্রচেষ্টার প্রতি হোয়াইট হাউজ সমর্থন দিয়ে যাবে এবং আমরা আশা করি প্রতিবেশী এ দুটি দেশ আলোচনার মাধ্যমে বিরাজমান উত্তেজনার অবসান ঘটাবে।
গত কয়েক দিনে কাশ্মীর সীমান্তে গুলি বিনিময়ের ঘটনায় ভারত ও পাকিস্তানের বেশ ক’জন সেনা নিহত হওয়ার পর ওয়াশিংটন ইসলামাবাদ ও নয়াদিল্লীকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের এ আহ্বান জানালো। কাশ্মীর সীমান্তে গোলাগুলির ঘটনায় ভারতে নিযুক্ত পাক হাই কমিশনারকে তলব করার পর দু’দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকে দুর্বল করে ফেলছে।
গত এক বছরে ভারত ও পাকিস্তান ব্যাপক কূটনৈতিক ততপরতা চালিয়ে উত্তেজনা কমিয়ে এনে পারস্পরিক আস্থা সৃষ্টি এবং বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে সক্ষম হয়। এমনকি গত সেপ্টেম্বর মাসে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা প্রক্রিয়াকে আরো সহজ করার ব্যাপারে চুক্তিতে সই করে যা দু’দেশের মধ্যে আস্থা অর্জনের অন্যতম দৃষ্টান্ত। এ ছাড়া, মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনার সঙ্গে জড়িত একমাত্র জীবিত অভিযুক্ত আজমল কাস্সাবকে ভারতে ফাঁসি দেয়ার পরও পাকিস্তান মুম্বাই হামলার ঘটনায় জড়িতদের ব্যাপারে তদন্তে সহায়তা করতে ভারতের প্রতিশ্রুতি দিয়েছে।
গত এক বছর ধরে ব্যাপক চেষ্টা চালিয়ে ভারত ও পাকিস্তান সম্পর্ক উন্নয়নে অনেক সাফল্য অর্জন করেছে। কিন্তু নতুন করে কাশ্মীর সীমান্তে উত্তেজনা সৃষ্টির ফলে দ্বিপক্ষীয় সম্পর্কে আবারো উত্তেজনা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। ভারত ও পাকিস্তান দু’দেশই কাশ্মীরের ওপর মালিকানা দাবি করে আসছে এবং দু’দেশই এ বিষয়টিকে তাদের অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে কাশ্মীর সমস্যা বড় বাধা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ইসলামাবাদ ও নয়াদিল্লী যতদিন পর্যন্ত কাশ্মীর সমস্যা সমাধানে সমঝোতায় না পৌঁছাবে ততদিন পর্যন্ত অন্য কোনো ক্ষেত্রে সহযোগিতা টেকসই হবে না। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি কিংবা শান্তি প্রতিষ্ঠার ওপর দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়টি নির্ভর করছে। এ অঞ্চলের ব্যাপারে আমেরিকা বেশ স্পর্শকাতর এবং দেশটির দীর্ঘ মেয়াদি নানা পরিকল্পনা রয়েছে। এ কারণে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন।
আমেরিকা গত ১১ বছরেরও বেশি সময় ধরে ব্যাপক চেষ্টা চালিয়েও আফগানিস্তানে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনাকে আমেরিকা সন্ত্রাসবাদ ও উগ্রবাদ নিয়ন্ত্রণে এ অঞ্চলের দেশগুলোকে উতসাহিত করার পথে প্রতিবন্ধক হিসেবে দেখছে। এ কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপন আমেরিকার স্বার্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ। #রেডিও তেহরান/
captcha