IQNA

থাইল্যান্ডে বিশ্ব নবী হযরত মোহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান উদযাপন

10:08 - January 11, 2013
সংবাদ: 2478612
সামাজিক বিভাগ: থাইল্যান্ডের শিয়ারা হযরত মোহাম্মাদ (সা.) ওফাত ও তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান (আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান উদযাপিত হয়েছে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: থাইল্যান্ডের মাতুলিয়ান মসজিদ এবং হোসাইনিয়াগুলোতে হযরত মোহাম্মাদ (সা.) ওফাত ও তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হাসান (আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান ১০ই জানুয়ারি তথা বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া এদেশের রাজধানী ব্যাংককে বসবাস কৃত ইরানীদের পক্ষ থেকে হযরত মোহাম্মাদ (সা.) ওফাত, তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হাসান (আ.) এবং ইমাম রেজা (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংককে অবস্থিত ইরানী হোসাইনিয়াতে বৃহস্পতিবার তথা ১০ই জানুয়ারিতে স্থানীয় সময় রাত্র ২০:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।

উক্ত শোকানুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং পরবর্তীতে হযরত মোহাম্মাদ (সা.), তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হাসান (আ.) এবং ইমাম রেজা (আ.)এর বরকতময় জীবনীর আলোকে বিশেষ বক্তৃতা পেশ করা হয়েছে।
1169069
captcha