‘Almadina Institute’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তিন দিন ব্যাপী এই সম্মেলন বিশিষ্ট ওলামা ও ইসলামী চিন্তাবিদদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে পবিত্র কোরআনের আধ্যাত্মিক দিক সম্পর্কে ব্যাপক আলোচনা করা হবে।
বর্তমানে দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে সে সম্পর্কে উল্লেখ্য আয়াত সমূহের ব্যাখ্যা করা হবে।
উক্ত সম্মেলনের পরিচালক মণ্ডলী মুসলিম ও অমুসলিমদের নিমন্ত্রণ করে বলেছেন, এ সম্মেলনে উপস্থিত হলে আমরা পবিত্র কোরআনের ব্যাপারে আমরা বেশী জ্ঞাত হব এবং জীবন পরিচালনা করার ক্ষেত্র একমাত্র কোরআনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ।
চতুর্থতম ‘কোরআনের আলো’ নামক সম্মেলন আমেরিকান ইসলামি সংস্থা ‘আল মদিনা’র উদ্যোগে অনুষ্ঠিত হবে।
1169038