IQNA

ভিয়েনায় হযরত মোহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে শোকানুষ্ঠান

0:08 - January 13, 2013
সংবাদ: 2478921
আন্তর্জাতিক বিভাগ: বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে ১১ই জানুয়ারিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ‘ইমাম আলী (আ.) নামক ইসলামী কেন্দ্র বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ভিয়েনায় ইমাম আলী (আ.) ইসলামী কেন্দ্রের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত শোকানুষ্ঠান আহলে বায়েত (আ.)এর প্রেমী ও ভক্তদের উপস্থিতিতে স্থানীয় সময় সকাল ৭ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত এবং জিয়ারতে রাসুল (সা.) পাঠের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়েছে।

হযরত মোহাম্মাদ (সা.) ওফাত ও তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান (আ.) এবং ইমাম রেজা (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইমাম আলী (আ.) ইসলামী কেন্দ্রের পরিচালকমণ্ডলী বিশ্বের সকল মুসলমান এবং আহলে বায়েত প্রেমীদের সমবেদনা জানিয়েছেন।

এছাড়াও হল্যান্ডে ‘অ্যামস্টারডাম’ শহরের ‘আল মুস্তাফা’ হোসাইনিয়াতে ১২ই জানুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা ৬ ঘটিকায় হযরত মোহাম্মাদ (সা.) এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
1169046
captcha