IQNA

ফিলিপাইনে সফর মাসে শোকছায়া

10:14 - January 14, 2013
সংবাদ: 2479759
আন্তর্জাতিক বিভাগ: ফিলিপাইনে ইরানী কালচার কাউন্সিলার এবং ‘ছারুল্লাহ’ সংস্থার পক্ষ থেকে হযরত মোহাম্মাদ (সা.) ওফাত ও তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান (আ.) এবং ইমাম রেজা (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত শোকানুষ্ঠান ফিলিপাইনে বসবাসকৃত ইরানী অধিবাসী, ছাত্র এবং স্থানীয় অধিবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।

এই শোকানুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত এবং কোমাইল দোয়া পাঠের মাধ্যমে শুরু হয়েছে। পরবর্তীতে আহলে বায়েতের স্মরণে নওয়া পাঠ করা হয়।

এছাড়াও ম্যানিলা শহরের আহলে বায়েত সংস্থার প্রধান তার নিজের বক্তৃতায় হযরত মোহাম্মাদ (সা.) ও তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান (আ.) এবং ইমাম রেজা (আ.)এর বরকতময় জীবনীর আলোকে ব্যাপক আলোচনা করে।
1170526

captcha