IQNA

করাচীতে ইসলামিক শিল্পের আলোকে প্রদর্শনী

21:51 - January 15, 2013
সংবাদ: 2480933
শিল্প বিভাগ: পাকিস্তানে সিন্ধু প্রদেশের জেলা প্রশাসকের উপস্থিতিতে করাচী প্রদর্শনী সেন্টারে ইসলামিক শিল্পের আলোকে প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই প্রদর্শনী ১৩ই জানুয়ারিতে শুরু হয়েছে এবং ১৫ই জানুয়ারিতে শেষ হয়েছে।

এই প্রদর্শনীতে পাকিস্তানের বিশিষ্ট শিল্পী জামিল হোসাইন, নাদিম জুবাইর, মাহতাব আলী এবং নাহিদ রেজার ইসলামের আলোকে আঁকা কিছু ছবি এবং ইসলামী লিপিবিদ্যা প্রদর্শিত হয়েছে।

উক্ত প্রদর্শনীতে দর্শকবৃন্দ জামিল হোসাইনের আঁকা বিভিন্ন ইসলামিক শহর, লাহোরে রাজার মসজিদ, ইসলামাবাদে ফয়সাল মসজিদ সহ পাকিস্তানে অন্যান্য বিখ্যাত মসজিদ সমূহ বেশী পছন্দ করেছে।
1171005
captcha