কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই প্রদর্শনী ১৩ই জানুয়ারিতে শুরু হয়েছে এবং ১৫ই জানুয়ারিতে শেষ হয়েছে।
এই প্রদর্শনীতে পাকিস্তানের বিশিষ্ট শিল্পী জামিল হোসাইন, নাদিম জুবাইর, মাহতাব আলী এবং নাহিদ রেজার ইসলামের আলোকে আঁকা কিছু ছবি এবং ইসলামী লিপিবিদ্যা প্রদর্শিত হয়েছে।
উক্ত প্রদর্শনীতে দর্শকবৃন্দ জামিল হোসাইনের আঁকা বিভিন্ন ইসলামিক শহর, লাহোরে রাজার মসজিদ, ইসলামাবাদে ফয়সাল মসজিদ সহ পাকিস্তানে অন্যান্য বিখ্যাত মসজিদ সমূহ বেশী পছন্দ করেছে।
1171005