IQNA

ইমাম হাসান (আ.) সন্ধির মাধ্যমে ইসলামকে জীবিত রেখেছে

20:15 - January 16, 2013
সংবাদ: 2481589
আন্তর্জাতিক বিভাগ: হযরত মাছুমা (সা. আ.)এর মাযারের নির্বাহী পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন হোসেইনি নেজাদ নয়া দিল্লিতে সফর মাসের বিশেষ শোকানুষ্ঠানে বলেছেন, ইমাম হাসান (আ.) সন্ধির মাধ্যমে ইসলামকে জীবিত রেখেছে।


ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হযরত মোহাম্মাদ (সা.) পবিত্র ওফাত ও তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান (আ.) এবং ইমাম রেজা (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভারতের নয়া দিল্লিতে অবস্থিত ইরানী কালচার সেন্টারে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত শোকানুষ্ঠান ভারতে বসবাসকৃত ইরানী অধিবাসীদের উপস্থিতিতে মাগরিবের নামাজের পর শুরু হয়েছে। এই শোকানুষ্ঠানে হযরত মাছুমা (সা. আ.)এর মাযারের নির্বাহী পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন হোসেইনি নেজাদ, বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা.) বরকতময় জীবনী এবং ইমাম হাসান (আ.)এর সন্ধির আলোকে বক্তৃতা পেশ করেন এবং তিনি ইমাম হাসান (আ.) সন্ধির ব্যাপারে গুরুত্বারোপ করে বলেছেন, ইমাম হাসান (আ.) সন্ধির মাধ্যমে ইসলামকে জীবিত রেখেছে।

এছাড়াও, ইরানী কালচার সেন্টারে সফর মাসের শেষ রাত্রে ইমাম রেজা (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আহলে বায়েত ভক্তদের উপস্থিতিতে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
1171393
captcha