বার্তা সংস্থা ইকনার রিপোর্ট (ইউরোপ শাখা) : চেচেন মুসলমানদের প্রশাসনিক কার্যালয় গত রোববার (১৭ই জুন) এ সংবাদ প্রকাশ করে জানিয়েছে : এ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের ১ম হতে ৫ম শ্রেণীতে বাস্তবায়িত হবে।
সুলতান মীর্জাওভের ভাষ্যমতে, পাশ হওয়ার পূর্বে এ প্রকল্পের উপর ব্যাপক পর্যালোচনা করেছেন ধর্ম বিশেষজ্ঞ ও আলেমগণ।
প্রতিবেদন বলা হয়েছে, অতি শীঘ্রই ধর্ম বিষয়ক পাঠ্যপুস্তক প্রকাশিত এবং চেচেনর প্রাথমিক বিদ্যালয়সমূহে বিতরণ করা হবে।#1244395