IQNA

কানাডায় ‘কোরআন; মহান আল্লাহর বানী’ শীর্ষ সম্মেলন

13:24 - June 21, 2013
সংবাদ: 2550033
আন্তর্জাতিক বিভাগ: কানাডার ‘অন্টারিও’ শহরে ২৪ ও ২৫শে আগস্ট ‘কোরআন; মহান আল্লাহর বানী’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।।
‘ICNACanada’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই সম্মেলন আমেরিকার উত্তরে অবস্থিত ‘ইসলামিক সার্কেল’ (ICNA)এর পক্ষ থেকে মুসলমানদের পুনরুজ্জীবিত এবং ইসলামী বার্তা বিশ্ব বাসীর নিকট পৌঁছানোর উদ্যোগে অনুষ্ঠিত হবে।

উক্ত সম্মেলনে ইসলামিক সার্কেলের প্রধান ‘আমির মোহাম্মাদ আব্দুল উদউদ’, ইসলাম ধর্ম গ্রহণকারী ও আমেরিকান বিশিষ্ট বক্তা ‘আব্দুল রহমান গারিন’ ইসলাম ধর্ম গ্রহণকারী ‘ইউনেহ রিডলী’, ইসলামিক আঞ্জুমান ‘ISNA’এর ভাইস প্রেসিডেন্ট ‘আব্দুল ইদ্রিস আলী’ এবং ব্রিটিশ সাংবাদিকগণ উপস্থিতি থাকবেন।

আমেরিকার উত্তরে অবস্থিত ‘ইসলামিক সার্কেল’ (ICNA) একটি বৃহত্তম স্বাধীন সংস্থা এবং মুসলমানদের বেসরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি অনেক দিন থেকে আমেরিকার উত্তরাঞ্চলে অবস্থিত মুসলিম ও অমুসলিমদের বিভিন্ন পন্থায় সেবা প্রদান করে আসছে।
1245399
captcha