বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ মসজিদ নির্মাণের মাধ্যমে রুশ সরকার মুসলমানদের বিষয়ে আরো একটি ইতিবাচক পদক্ষেপ নিল।
ইসলাম আযারী’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। কারাগারের প্রধান কর্মকর্তা ইলিয়া চেকিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেছেন : আমার জানা মতে ইসলাম ধর্মে নামায মানুষকে সত্য ও সত্পথের দিকে আহবান জানায়। অতএব, মুসলিম কয়েদীরা যাতে সহজে নামায আদায় করতে পারে সে উদ্দেশ্যে মসজিদের ভবন নির্মাণ করা হয়েছে।# 1247693