ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মুসলিম ধর্মীয় বিভাগ এবং পাঞ্জা শহরের কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে দুই সপ্তাহ ব্যাপী ইসলামের প্রাথমিক শিক্ষা কোর্স অনুষ্ঠিত হয়েছে। এই কোর্সে ত্রিশ জনের অধিক যুবক অংশগ্রহণ করেছে।
পাঞ্জা শহরের কেন্দ্রীয় মসজিদের খতিব ইউসুফ কারিয়ায়োফের তত্ত্বাবধানে এদেশের যুবকরা ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করেছে। এছাড়াও এই ক্লাসে অংশগ্রহণকারী সকল যুবক পবিত্র কোরআন পড়া শিখেছে।
1249024