‘Islam Today’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই প্রদর্শনী মুসলমানদের ইতিহাস, সংস্কৃতি, জীবনী এবং বিশ্বাসের উপর ভিত্তি করে প্রদর্শিত হবে।
এই প্রদর্শনীর উপান্তে ইসলামিক চলচ্চিত্র, লাইব্রেরী এবং ইসলাম ধর্মের আলোকে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।
উক্ত প্রদর্শনী পিঞ্জাফিল্যান্ড শহরের লিখতাশতাইন এবং হুইটনি সাংস্কৃতিক কেন্দ্রে ২য় আগস্ট থেকে ২৯শে আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।
প্রদর্শনীর কর্তৃপক্ষ জানিয়েছেন, আশা করা যাচ্ছে এই প্রদর্শনীতে পাঁচ লাখের অধিক জনগণ পরিদর্শনের জন্য আসবেন।
1250150