ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইংল্যান্ড ইসলামিক সেন্টারের পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে নাসিম নামক ই-পত্রিকার ৪০তম সংখ্যা প্রকাশিত হয়েছে।
উক্ত ই-পত্রিকার বিষয়বস্তু হিসেবে আয়াতুল্লাহ বেহেস্তির শহীদ হওয়র ইতিহাস, সর্বদা নামাজের স্মরণে, ইমাম মাহদী (আ.)এর সমবেদনা ও সহনশীলতা, ইমাম মাহদী (আ.)এর বিষয়ে স্যায়েদ মুহাম্মাদ কাজেম তাবাতাবায়ির বক্তৃতা, পবিত্র রমজান মাস উপলক্ষে প্রকাশিত টিভি সিরিয়াল এবং পবিত্র রমজান মাস এবং শাবে ক্বাদরের আমল সমূহ সহ অন্যান্য বিষয় সমূহ উল্লেখ করা হয়েছে।
1250147