ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: দাগস্তেনের মুসলিম ধর্মীয় এডমিনিস্ট্রেশনের প্রধান ১ম জুলাই জানিয়েছেন, ইসলামী পোশাক নামে পরিচিত এই পোশাক উৎসব এদেশের মুসলিম ধর্মীয় সংস্থা এবং ‘রাশিয়ান মুসলিম মহিলা’ নামক সামাজিক সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উৎসব অনুষ্ঠান ৫০ জন ইসলামী পোশাক ডিজাইনারদের উপস্থিতিতে রাশিয়ার কাজান শহরে ‘আরমিতাজ কারমালিন’ হলে অনুষ্ঠিত হয়েছে।
এই উৎসবের উপান্তে আধুনিক ইসলামি পোশাকের সমন্বয়ে এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য যে, কাজান শহরে ২০০৭ সাল থেকে প্রতি বছরই ইসলামী পোশাকের সমন্বয়ে এই উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে।
1251304