IQNA

জার্মানে ‘ইসলামী শিক্ষার পদ্ধতি’ নামক গ্রন্থ প্রকাশ

21:50 - July 09, 2013
সংবাদ: 2559125
আন্তর্জাতিক বিভাগ: ‘হ্যারি হারুন বার’ রচিত ইসলামী শিক্ষার পদ্ধতি নামক গ্রন্থটি জার্মানি ভাষী দেশ সমূহের বই বাজারে প্রকাশিত হয়েছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই বই সম্পর্কে প্রকাশক বলেছেন, অধ্যাপক হ্যারি হারুন বারের রচিত এই গ্রন্থটিতে ইসলামের বিভিন্ন শিক্ষার কথা ব্যক্ত করেছেন এবং ইসলামের শত্রুদের মোকাবেলার পদ্ধতি সম্পর্কে উল্লেখ করেছেন।

দারুস সালাম প্রেসের পক্ষ থেকে ২৫১ পৃষ্ঠা বিশিষ্ট হ্যারি হারুন বারের ইসলামী শিক্ষার পদ্ধতি নামক গ্রন্থটি জার্মানি ভাষায় প্রকাশিত হয়েছে। এই গ্রন্থের আই এস বি এন নম্বর ISBN: 9783932129308 এবং বইটি ১৮ ইউরো মূল্য নির্ধারণ করা হয়েছে।
1254437
captcha