IQNA

ভারতে পবিত্র রমজান মাসে কোরআনের আলোকে বৈঠক

18:39 - July 13, 2013
সংবাদ: 2560703
আন্তর্জাতিক বিভাগ: ভারতের উত্তর প্রদেশর রাজ্যের লাকনু শহরে ‘মাকসাদুল হোসাইন’ আঞ্জুমানের পক্ষ থেকে ১১ই জুলাই এদেশের মুসলমানদের ইসলামী জ্ঞান এবং পবিত্র কোরআনে সঙ্গে বেশী করে পরিচয় করানোর উদ্দেশ্য শীর্ষ বৈঠক শুরু হয়েছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই শীর্ষ বৈঠকের প্রথম দিনে পবিত্র কোরআনের দৃষ্টিতে নৈতিক আচরণের বিষয়ে গোলাম রেজা, পবিত্র কোরআনে নতুন আহকামের বিষয়ে আলী রেজা, ইসলাম প্রচারে নৈতিক গুণাবলীর বিষয়ে জাওয়াদ নাকাভী মূল্যবান বক্তৃতা পেশ করেছেন।

পবিত্র রমজান মাসে কোরআনের আলোকে শীর্ষ বৈঠক স্থানীয় সময় সকাল ৯ থেকে ১০ পর্যন্ত ৭ম আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, উক্ত বৈঠকে সকল ইচ্ছুক ব্যক্তি মহোদয়কে নিমন্ত্রণ করা হয়েছে।
1256298
captcha