IQNA

ব্রাসেলসে ‘সূরা কাহফের ব্যাখ্যা’র আলোকে কুরআনিক বৈঠক

14:58 - July 19, 2013
সংবাদ: 2563552
আন্তর্জাতিক বিভাগ: ব্রাসেলস ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০শে জুলাই ‘সূরা কাহফের ব্যাখ্যা’র আলোকে কুরআনিক বৈঠক অনুষ্ঠিত হবে।
‘pageshalal’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ব্রাসেলস যুব সাংস্কৃতিক কেন্দ্রে পক্ষ থেকে ব্রাসেলস ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘সূরা কাহফের ব্যাখ্যা’র আলোকে কুরআনিক বৈঠক অনুষ্ঠিত হবে।

এই বৈঠক কুরআনিক বিজ্ঞান শিক্ষকদের উপস্থিতিতে পবিত্র কোরআনের প্রতি যুবকদের উৎসাহিত এবং অনুপ্রেরণা বৃদ্ধি করার উদ্দেশ্য অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, ব্রাসেলস ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘সূরা কাহফের ব্যাখ্যা’র আলোকে কুরআনিক বৈঠক স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
1259625
captcha