IQNA

ভারতে নারীদের জন্য ধর্মীয় সম্মেলন

19:23 - July 20, 2013
সংবাদ: 2564218
চিন্তা বিভাগ: ভারতের লাকনু শহরে জামেয়াতুজ জাহরা সংস্থার পক্ষ থেকে ২২শে জুলাই নারীদের জন্য ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই সম্মেলন এদেশের নারীদের ইসলামের বিভিন্ন বিষয়ে জ্ঞান বিকাশের জন্য অনুষ্ঠিত হবে।

উক্ত সম্মেলনে জামেয়াতুজ জাহরা মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলী দর্শনের দৃষ্টিতে রোজা, পবিত্র কোরআনে রোজার ব্যাখ্যা, হযরত খাদিজাতুল কুবরার জীবনী, পবিত্র মাহে রমাযানের আমল এবং দোয়া সমূহ, দোয়া-ই-এফতেতাহ এবং আবু হামজা ছুমালী’র গুরুত্ব, শাবে কদরের গুরুত্ব এবং শাবান মাসের সর্বশেষ দোয়া সহ রমজান মাসের অন্যান্য ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে।

উল্লেখ্য যে, এই বৈঠক ২২শে জুলাই স্থানীয় সময় দুপুর ১টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত অব্যাহত থাকবে।
1260465
captcha