IQNA

ক্রিমিয়ায় ধর্মীয় গ্রন্থ প্রকাশ

18:05 - July 21, 2013
সংবাদ: 2564798
কুরআনিক কার্যক্রম বিভাগ: স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র ক্রিমিয়ায় মাদ্রাসার শিক্ষার্থী এবং মসজিদের ইমাম সাহেবদের জন্য ইসলামি গ্রন্থ সমূহ প্রিন্ট ও প্রকাশিত হয়েছে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ক্রিমিয়ার মুসলিম ধর্মীয় প্রশাসন গতকাল তথা ২০শে জুলাই জানিয়েছে, ইসলামি গ্রন্থ সমূহ তাতারি ভাষায় ৫০০ খণ্ড প্রকাশিত হয়েছে।

হাদিসের ইতিহাস ও উসুলে ইসলাম, উসুলে ফিকাহ ইসলাম, ধর্মীয় ইতিহাস, ইসলামী আকাইদ, উসুল ও তাফসিরের ইতিহাস, নবীগণদের ইতিহাস সহ অন্যান্য ধর্মীয় গ্রন্থ এর মধ্যে রয়েছে।
1261105
captcha