‘APS’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পবিত্র মাহে রমাযান উপলক্ষে সেনেগালের শিল্প মন্ত্রী ‘আব্দুল আজিজ আম্বায়িহ’এর উপস্থিতিতে ২৩শে জুলাই ইসলামিক শিল্প প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এই প্রদর্শনীতে ‘সারিঙ্গকিনা’ শিল্প ছাড়াও বিভিন্ন হস্ত শিল্প, বিভিন্ন ইসলামিক ও ঐতিহাসিক শহর বিশেষ করে সেনেগালে বিভিন্ন শহর এবং পবিত্র রমজান মাসের আলোকে খোশনবিস (শিল্প স্বরূপ হস্তলিপি) দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হবে।
উক্ত প্রদর্শনী ২৩শে জুলাই সেনেগালের শিল্প মন্ত্রী, টিইয়াস শহরের চেম্বার জবস প্রেসিডেন্ট এবং এদেশের বিশিষ্ট ওলামাগণের উপস্থিতিতে রাজধানী ডাকার এর ন্যাশনাল গ্যালারিতে অনুষ্ঠিত হবে।
1261896