IQNA

ফ্রাঙ্কফুর্টে ইমাম হাসান মুজতাবা (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন

13:45 - July 24, 2013
সংবাদ: 2566500
কুরআনিক কার্যক্রম বিভাগ: ফ্রাঙ্কফুর্টের ইসলামিক সাংস্কৃতিক সেন্টারের পক্ষ থেকে ২৫শে জুলাই ইমাম হাসান মুজতাবা (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন করা হবে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রাঙ্কফুর্টের ইসলামিক সাংস্কৃতিক সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, ইমাম হাসান মুসতাবা (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র কোরআনের আলোকে প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান, মাহে রমাযান এবং ইমাম হাসান মুসতাবা (আ.)এর পবিত্র জন্মবার্ষিকীর আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করবেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সায়্যেদ মোহাম্মাদ হোসেন আযিমী, কবিতা ও গজল পাঠ, মাগরিব ও ঈশার নামাজ এবং ইফতার সহ অন্যান্য ইসলামিক প্রোগ্রাম বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য যে, ইমাম হাসান মুসতাবা (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে উক্ত অনুষ্ঠান ২৫শে জুলাই স্থানীয় সময় সন্ধ্যা ৭ ঘটিকায় শুরু হবে।
1262475
captcha