আমেরিকান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: শাবে কদর উপলক্ষে ২৮ এবং ৩০শে জুলাই অস্ট্রেলিয়ার আহলে বায়েত প্রেমীরা জাওশান কাবির দোয়া পাঠ, আধ্যাত্মিক পূর্ণ রজনীর আলোকে বক্তৃতা, শাবে কদরের আমল, পবিত্র কোরআন পাঠ, ইফতার ও সেহেরী সহ অন্যান্য কর্ম বাস্তবায়িত করেছে।
এছাড়াও অস্ট্রেলিয়ায় আহলে বায়েত (আ.) পরিষদের পক্ষ থেকে ২৩শে রমজানের রাত্র শাবে কদরের রাত্রি উপলক্ষে বিশেষ কর্মসূচী গ্রহণ করেছে।
1262519