মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উজবেকি মুসলিম প্রশাসন বিভাগ গত ২৭শে জুলাই জানিয়েছে, উজবেকি সরকার এদেশের বিভিন্ন অঞ্চলে ২৭টি নতুন মসজিদ নির্মাণ ছাড়াও ১২৪ প্রাচীন মসজিদ মেরামত এবং পুনর্নির্মাণ করবে।
প্রতিবেদন অনুযায়ী, উজবেকি মুসলিম প্রশাসন বিভাগ গত বছরে এদেশে ১২টি মসজিদ নির্মাণ এবং বিশের অধিক মসজিদ মেরামত করেছে।
উল্লেখ্য যে, বর্তমানে উজবেকিস্তানে মোট ২০৩৭টি মসজিদ রয়েছে।
1264679