IQNA

কানাডায় অনুষ্ঠিত হল শাবে কদরের আমল

17:10 - August 01, 2013
সংবাদ: 2569612
কুরআনিক কার্যক্রম বিভাগ: কানাডার টরেন্টো শহরে ইমাম আলী (আ.) ইসলামিক কেন্দ্রের পক্ষ থেকে পবিত্র শাবে কদরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আমেরিকান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: টরেন্টো শহরে ইমাম আলী (আ.) ইসলামিক কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী, শাবে কদর উপলক্ষে মাগরিব ও ঈশার নামাজ, ইফতার, জাওশান কাবির দোয়া পাঠ, ইমাম আলী (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোক অনুষ্ঠান সহ শাবে কদরের আমল সমূহ আদায় করা হয়েছে।

উল্লেখ্য যে, ইমাম আলী (আ.) ইসলামিক কেন্দ্রের পক্ষ থেকে ১৯, ২১ এবং ২৩শে রমজানের প্রতি রাত্রেই শাবে কদরের আমল সমূহ আদায় করা হয়েছে।
1265417

captcha