‘islamic-events.be’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বেলজিয়ামের মুসলমানেরা পবিত্র রমযান মাসের শেষ দশ দিন উপলক্ষে এদেশের বিভিন্ন মসজিদে আধ্যাত্মিক পূর্ণ এতেকাফের ব্যবস্থা করেছে।
মুসলমানেরা নবীর (সা.) সুন্নত এবং মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য প্রতি বছর বিভিন্ন মসজিদে এতেকাফের ব্যবস্থা করে।
‘আল সাকিন’ মসজিদ, ‘আল হেকমত’ কেন্দ্র, বেলজিয়াম ইসলামিক কালচারাল সেন্টার, ‘আল আমাল’ মসজিদ, ‘লোকমান’ মসজিদ, ‘আল মুহসেনিন’ মসজিদ, আল নাসর’ মসজিদ, ইসলামিক ব্রাদার কেন্দ্র সহ অন্যান্য ইসলামিক কেন্দ্র ও মসজিদে আধ্যাত্মিক পূর্ণ এতেকাফের ব্যবস্থা করা হয়েছে।
1266187