IQNA

ইফতারের আয়োজন করল গ্রিসের মুসলমানেরা

14:26 - August 02, 2013
সংবাদ: 2569810
কুরআনিক কার্যক্রম বিভাগ: গ্রিস মুসলিম নারী কমিটি এদেশের রোজাদারদের জন্য ১ম আগস্ট ইফতারের আয়োজন করেছে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইফতার ভোজনের এই অনুষ্ঠান, গ্রীসে অবস্থিত তুর্কী জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে এবং এই ইফতার পার্টিতে তিনশত জন মুসলিম নাগরিক উপস্থিত ছিলেন।

উক্ত ইফতার পার্টিতে মুসলিম সংখ্যালঘু পার্টির সভাপতি আহমেদ হাজ্বী ওসমান ও কুমুটিনি শহরের মুফতি কারা ইউসুফ উপস্থিত ছিলেন এবং পবিত্র রমজানের গুরুত্বের আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেন।
1266801
captcha